Saturday, March 19, 2016

ইন্টারনেটের মাধ্যমে কি ভাবে টাকা উপার্জন করবেন বিড সেক্টর ছাড়া ?

How to earn money image
আসসালামু আলাইকুম Your IT আপনাকে স্বাগতম। বিড সেক্টর ছাড়া কিভাবে ইন্টারনেটের মাধ্যমে টাকা উপার্জন করবেন। আসলে বিড সেক্টর হলো এক ধরনের চুক্তিপত্র মানে আমাদের
বাংলাদেশের কথা বলি যেমন গ্রামের একজন মোড়ল এক কৃষককে এক দিনের একটি কাজ দিলো এবং কৃষক তা চুক্তিপত্র করে নিলো যে কত টাকা মোড়ল তাকে দিবে ব্যস চুক্তিপত্র শেষ কৃষক সে তার কাজ করে টাকা বুঝিয়ে নিলো তো এটাই বিড সেক্টর তো সেরকম কিছু কাজ ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায় সেগুলো আবার মনে করবেন না যে কৃষক এর মতো এ গুলো কাজ একটু ভিন্ন ধরনের যেমন: Web Design, Photoshop, Graphics Design, Seo, Copy Pest, E- mail Marketing, Logo Design, আরও ওনেক। তো আমাদের বাংলাদেশে তো মোড়ল আছে ঠিক তেমনি বাংলাদেশের বাহিরে ও এরকম মোড়ল আছে তাদেরকে অবশ্য মোড়ল বলা যায় না তাদেরকে বায়ার বলে তো সেই বায়াররা যদি আপনাকে একটি Web Design  এর কাজ দেয় আর যদি আপনি এই Web Design এর কাজটি করে দেন তাহলে বায়ার মোড়লের মতো আপনাকে টাকাটা দেয়ে দিবে সেই জন্য আপনাকে এই কাজ গুলো আগে থেকে শিখে নিতে হবে তা না হলে বায়ারদের সাথে বিড করতে পারবেননা এটাই হোল বিড সেক্টর আরও অনেক কিছু জানতে হবে সে জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।

আমাদের মূল উদ্দেশ্য ছিল যে বিড সেক্টর ছাড়া কি ভাবে ইন্টারনেটের মাধ্যমে টাকা উপার্জন করবো চলুন এবার সেই বিষয় গুলো নিয়ে আলোচনা করিঃ বিড সেক্টর ছাড়া কাজ হোল যে আপনি Web Design, Photoshop, Graphics Design, Seo, Copy Pest, E- mail Marketing, Logo Design, এগুলর কিছুই জানেন না তোবে আপনার যদি একটি ওয়েবসাইট থাকে আর ওই ওয়েবসাইটে যদি প্রতিদিন ১০০০০/১৫০০০ হাজার ভিসিটর প্রবেশ করাতে পারেন তাহলে আপনার প্রতিদিন উপার্জন আসবে ৩০০০/৪০০০ টাকা।

No comments:

Post a Comment